বাবলা গাছ, গ্রামবাংলার রাস্তার দুইধারে দেখা যাই।
এই গাছ রাস্তার শোভাবর্ধনও করে থাকে। গাছটা ৪- ৭ মিটার পর্যন্ত লম্বা হতে পারে।
অন্যান্য স্থানীয় নামঃGum Arabic, Babool
বৈজ্ঞানিক নাম: Acacia nilotica subsp. indica Family: Fabaceae (pea family)
বাবলা গাছ বহুবর্ষজীবী বুনো বৃক্ষ। বাংলাদেশের সব অঞ্চলেই এদের দেখা যায়। ফসলের ক্ষেতের আইলে, বাঁছড়া জমিতে, নদী বা পুকুর পাড়ে বাবলা আজও চোখে পড়ে। তবে নব্বইয়ের দশকেও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যে পরিমাণ বাবলা গাছ চোখে পড়ত, এখন সেটা অর্ধেকে নেমে এসেছে। এর মূল কারণ বাবলা কাঠ দিয়ে ফার্নিচার হয় না।
এই গাছ রাস্তার শোভাবর্ধনও করে থাকে। গাছটা ৪- ৭ মিটার পর্যন্ত লম্বা হতে পারে।
অন্যান্য স্থানীয় নামঃGum Arabic, Babool
বৈজ্ঞানিক নাম: Acacia nilotica subsp. indica Family: Fabaceae (pea family)
বাবলা গাছ বহুবর্ষজীবী বুনো বৃক্ষ। বাংলাদেশের সব অঞ্চলেই এদের দেখা যায়। ফসলের ক্ষেতের আইলে, বাঁছড়া জমিতে, নদী বা পুকুর পাড়ে বাবলা আজও চোখে পড়ে। তবে নব্বইয়ের দশকেও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যে পরিমাণ বাবলা গাছ চোখে পড়ত, এখন সেটা অর্ধেকে নেমে এসেছে। এর মূল কারণ বাবলা কাঠ দিয়ে ফার্নিচার হয় না।
No comments:
Post a Comment